নিজস্ব সংবাদদাতা: কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি মোদী সরকারকে করলেন চ্যালেঞ্জ।
/anm-bengali/media/media_files/jq4T4k7EaPrky2qYTxKz.jpg)
মুখ্যমন্ত্রী বলেন, 'তিনশো টিম পাঠিয়েছেন। কিছু ধরতে পারলেন? তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ কেন? দুর্নীতির কথা বলেছেন? আমি চ্যালেঞ্জ করলাম, ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। বাংলায় কোথায় কত দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট, এজির রিপোর্ট ঘোষণা করুন। উত্তর প্রদেশেরটাও প্রকাশ করুন'।
/anm-bengali/media/media_files/l8P7f6bNUPVpTBQHXCNt.webp)
/anm-bengali/media/post_attachments/d030031c6ffaf8a78f5ee02a256043453cd958fdfc802f56bcc86d756a183fba.webp)