নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর নেতৃত্বের সঙ্গে আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একেবারে হুঁশিয়ারি দিয়ে বললেন, 'প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা। ছেঁটে ফেলা হবে। দলে গণতন্ত্র আছে, যা বলার দলের ভিতরেই বলতে হবে। প্রশ্ন থাকলে বাইরে নয় বলতে হবে দলের ভিতরেই'। নবীন-প্রবীণ লড়াইয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যেই মুখ খুললেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো।