নিজস্ব সংবাদদাতা: এবার থেকে সরকারি স্বাস্থ্য প্রকল্পের (Govt Health Scheme) আওতায় পড়বেন পঞ্চায়েতের (Panchayet) কর্মীরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) নবান্ন (Nabanna) থেকে এই ঘোষণা করেছেন। পঞ্চায়েতরাজ (Panchayetraj) কর্মচারীদের হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করার জন্য ফেডারেশনের তরফে অনুরোধ আসায় জেলা পরিষদ, মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের ৩০ হাজার কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। পেনশন প্রাপক ২০ হাজার মানুষও রয়েছেন এই পরিষেবার মধ্যে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) প্রাক্কালে মুখ্যমন্ত্রীর মানবিক মুখ দেখলো রাজ্য।