৫ লক্ষ টাকা করে পাবেন পড়ুয়ারা! বিরাট ঘোষণা মমতার

৫ লক্ষ টাকা করে পাবেন পড়ুয়ারা। আজ উত্তরবঙ্গে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata job.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে পাহাড় সফরে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ি থেকেই সবুজ সাথির সাইকেল দেওয়া শুরু করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েও বিরাট প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী মমতা বলেন, "আপনাদের এখান থেকে রাজ্য জুড়ে ৮৭৭৬ টি সরকারি স্কুল ও মাদ্রাসা স্কুলের ছাত্রদের প্রায় ১২.২০ লক্ষ ছাত্র ছাত্রীদের সাইকেল দেওয়া শুরু হল আজ। আগামী ১৫ জানুয়ারির মধ্য সাইকেল পেয়ে যাবেন সব যোগ্য পড়ুয়ারা"। সবুজ সাথির এই প্রকল্পে ইতিমধ্যে ৫০০ কোটি টাকা খরচ করে দিয়েছে রাজ্য এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্মার্ট ফোন দেওয়ার বিষয়েও এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা। বলেন, "স্মার্টফোনটা পরের মাসে পাবেন পড়ুয়ারা। তবে আগামী মার্চের মধ্যেই আরও ১ লক্ষ ৩০ হাজার ছেলে মেয়েকে ৫ লক্ষ টাকা করে দেব ভবিষ্যত ক্রেডিট কার্ডের জন্য"।