নিজস্ব সংবাদদাতা: কলকাতায় অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চাঁদের হাট। হাজির জিন্দাল, আম্বানি প্রমুখ। বাংলার প্রশংসায় মুকেশ আম্বানি।
বিরোধীদের আক্রমণের জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "ভবিষ্যতের প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন। নারীর ক্ষমতায়নে বাংলা এক নম্বরে। শিল্পের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে বিশেষ কমিটি। এখন বাংলায় ধর্মঘটের সেই সংস্কৃতি নেই। বাংলায় এখন লোডশেডিং হয় না। ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা ১ নম্বরে। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে বাংলা। বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে। আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ। আমাদের দেখে বাণিজ্য সম্মেলন করছে বাকিরা"।