নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মন্ত্রী-বিধায়কদের জন্য বড় ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢালাও বেতন বৃদ্ধি পেয়েছে রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের। প্রত্যেক ক্ষেত্রে ৪০ হাজার টাকা করে বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে হয়েছে ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে হয়েছে ৫১ হাজার টাকা।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই বিরোধীদের সমালোচনার মুখে পড়েন। আজ বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "১০০ দিনের কাজ করে যারা দিনের পর দিন টাকা পেলেন না তখন। তাদের জন্য তো হৃদয় কাঁদে না। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন। বাংলা একমাত্র রাজ্য যারা অবসরকালীন ভাতা দেয়। বিজেপির কিছু ফেউ হয়েছে, যারা বিভাজন করে বেড়ায়। তাদের মুখে বঞ্চনার কথা শোনা যায় না''।