অপারেশন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের!

পঞ্চায়েত ভোটের প্রচার সেরে ফেরার পথে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিশ্রাম করার পরামর্শ দেওয়া হয় তাঁকে। এই নিয়ে আজ সভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatainjury

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বীরভূমের দুবরাজপুরের সভায় ফোনে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'ভুল বুঝবেন না, আমার ৮, ১০ দিন লাগবে। তারপর আমি বেরোতে পারবো। তারপর আমার ছোটখাটো অপারেশন করতে হবে। আমার হাঁটুতে জোর লেগেছে। আমি মানসিক ভাবে আছি'। বাড়ি থেকেই কাজ করবেন তিনি, জানিয়ে দিলেন নিজেই। 

জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার সেরে ফেরার সময় দুর্যোগের কবলে পড়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। জরুরী অবতরণকালে কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে এবং কোমরে তিনি চোট পান। হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দেন।