নিজস্ব সংবাদদাতাঃ করমণ্ডল ট্রেন বিপর্যয়ে বাংলার বহু মানুষের প্রাণ গিয়ে। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। এদিকে আজ বুধবার এই ট্রেন বিপর্যয়ে আহত ও নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ ও চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বলেন, ‘এত বড় ট্রেন দুর্ঘটনা কীভাবে ধামাচাপা দেওয়া যায় তারই চেষ্টা চলছে। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা। সিবিআই কী করবে?’ অন্যদিকে এদিন পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা ও পশ্চিমবঙ্গের ১৪টি জেলায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘পুরসভায় ঢুকে গিয়েছে সিবিআই। এবার কি বাথরুমেও ঢুকবে সিবিআই?