স্বাস্থ্যসাথী কার্ড...এবার বাতিল! কড়া স্টেপ মুখ্যমন্ত্রী মমতার

পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডে নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের বিধানসভার অধিবেশন থেকে এই কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির জন্য বড় ঘোষণা করলেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
swasthya2

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতে হবে বাংলার সব বেসরকারি হাসপাতালগুলিকে। সেটা অগ্রাহ্য করলে বাতিল করা হবে ওই বেসরকারি হাসপাতালগুলির লাইসেন্স। সোমবার রাজ্যের বিধানসভা অধিবেশন থেকে এই কঠোর সিদ্ধান্তের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি সংক্রামক রোগাক্রান্তদের সঠিক চিকিত্‍সার ব্যবস্থা করতে উত্তরবঙ্গে একটি আইডি হাসপাতাল তৈরি করার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখযোগ্য, এর আগেও স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীদের ভর্তি করা নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে এসেছে। বুধবার রাজ্যের বিধানসভা অধিবেশনে সেই সংক্রান্ত একটি প্রশ্ন তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তারই জবাবে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে সরকারি হাসপাতালগুলো স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করবে না তাদের লাইসেন্স বাতিল করা হবে।