RG Kar Protest: বাংলার মানুষের দিকে তাকিয়ে কাজে ফিরে যান-অনুরোধ মমতার

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্মন

নিজস্ব সংবাদদাতাঃ জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখন বর্ষাকাল। ডেঙ্গি-ম্যালেরিয়া বাড়বে। তাই ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ আপনারা কাজে ফিরে যান।'

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি বলেছি কর্মবিরতি তুলুন। আপনাদের চারটে দাবির মধ্যে তিনটে মেনে নিয়েছি। তাছাড়াও সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াসরুম, তৈরি করার ব্যাপারে ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া সিকিউরিটির বিষয় দেখছি। আমাদের যতদূর সম্ভব করব। দায়বদ্ধতা সকলের থাকে। আর আমি জুনিয়র ডাক্তারদের বলব অনেক মানুষ মারা গিয়েছে। অনেক কষ্ট হচ্ছে। চিকিৎসা পাচ্ছে না। অনেক রোগী আটকে আছে। মানুষ মনে করে আপনারাই ভগবান। সুতরাং আমি কাজে ফিরতে অনুরোধ করব। সমস্যা থাকলে সমাধান করতে হয়। আমাদের দিক থেকে যা যা করার ছিল আমরা চেষ্টা করেছি। বাংলার মানুষের দিকে তাকিয়ে আপনারা কাজে ফিরে যান। এটা নিয়ে অপপ্রচার দয়া করে করবেন না।"