নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে এক আইপিএস অফিসারকে রাজ্য বিজেপি নেতারা 'খালিস্তানি' বলে সম্বোধন করার পর বুধবার অর্থাৎ আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কর্তব্যরত অফিসারের কী দোষ ছিল? বাহিনীতে কী কোনও শিখ রেজিমেন্ট নেই? আমরা সব ধর্মকে সম্মান করি। কোনও অফিসার যদি পাগড়ি পরেন, তাহলে বিজেপি তাঁকে খালিস্তানি বলবে কী করে? আমাকে অনেক নাম ব্যবহার করে উপহাস করা হয়েছে কিন্তু আমি কখনও এতে প্রতিক্রিয়া জানাইনি। গুটিকয়েক মানুষ এখন এই কাজে জড়িয়ে পড়ছেন। ওঁরা বাংলার সবচেয়ে বড় কলঙ্ক, ওঁরা বাংলার সুনাম নষ্ট করছে।"