নিজস্ব সংবাদদাতা: বুধবার সন্ধ্যায় রাজ্যপালকে দেখতে বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে বেড়িয়ে পহেলগাঁও নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমাদের বাংলার তিনজন রয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। ওরা ফিরুক, ওঁদের সাথে দেখা করবো। ওঁদেরকে সবরকমের সাহায্য করবো। পুরুলিয়ার যিনি ওনার সাথে যোগাযোগ করা যায়নি, তবে বাকিদের সাথে কথা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। এঁদের কোনও জাত নেই, কোনও ধর্ম নেই, এঁদের একটাই পরিচয় জঙ্গি। অবশ্যয় ব্যবস্থা নেওয়া উচিত। তবে আমি একটা বিষয় ভাবছি, এরা কতটা পরিকল্পনা করে এসেছিল, যে অতক্ষণ ধরে, নাম-ধর্ম জিজ্ঞেস করে গুলি করেছে, অথচ সেনাবাহিনী কিছু জানতেই পারল না। আপাতত, এই সব নিয়ে ভাবছি না, ওরা ফিরে আসুক শান্তিপূর্ণ ভাবে”।
/anm-bengali/media/media_files/1000069632.jpg)