নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক শেষ হয়েছে। সূত্রে খবর, বৈঠকের কার্যবিবরণী লেখার কাজ চলছে। সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠক করতে পারেন। তারপর হয়তো জুনিয়র ডাক্তাররাও বেরিয়ে তাঁর সঙ্গে একত্রিত হয়ে সাংবাদিক বৈঠক করতে পারেন। ইতিমধ্যেই কালীঘাট চত্বরে ভিড় করেছেন অগুনতি সাধারণ মানুষ।
জানা গিয়েছে, প্রায় ২ ঘণ্টা ধরে চলেছে বৈঠক। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসছে বাস। সেখান থেকেই বাসে উঠে বেরিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা। ৫টি দাবি নিয়ে আলোচনা হয়েছে। এমনকি এই বৈঠক ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর। জানা গিয়েছে, হাসপাতালের পরিকাঠামো নিয়ে যে যে দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা, সেটা মেনে নিয়েছে রাজ্য সরকার। সুরক্ষার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, বৈঠকে ছিলেন জুনিয়র ডাক্তারদের ২ স্টেনোগ্রাফার। লেখা হয়েছে মিনিটসও।