নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে চিকিৎসার জন্য এসএসকেএম-এ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাম পায়ের হাঁটুতে জল জমেছে। এর পাশাপাশি লিগামেন্টের চোটও বেশ গুরুতর। হাসপাতাল থেকে প্রথমে বলা হয়েছিল প্রয়োজনে মুখ্যমন্ত্রীর বাম পায়ে ছোটো অস্ত্রোপচার করা হতে পারে। তবে এসএসকেএম সূত্রে খবর, কোনও রকম অপারেশন আপাতত করতে হবে না।
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, বাম পায়ের জন্য মূলত পেইন ম্যানেজমেন্ট চিকিৎসা হবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্রসিডিওর।