নিজস্ব সংবাদদাতা: রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এরাজ্যে সংহতি মিছিল করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘সব ধর্মকে সমর্থন করে তৃণমূল। তাই এই সংহতি মিছিল’। একই সাথে বলেছিলেন, ‘বিজেপি খালি রাম রাম করে। সীতার নাম তো নেই না। বিজেপি নারী বিরোধী দল। তাই সীতার নাম নেই না’।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের এবার পালটা জবাব দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “তিনি রামও বোঝেন না, সীতাও বোঝেন না। তার রাজনীতি এমন যে তিনি নিজের মতো কাজ করেন, উপায় খুঁজে বের করেন। সমাজ থেকে দূরে করতে যান বিজেপিকে। আর শেষ পর্যন্ত রামের বিরোধিতা করার প্রক্রিয়ায় তিনি নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তিনি এতটাই বিভ্রান্ত যে কখনও কখনও তিনি কংগ্রেস এবং সিপিএম আবার কখনও বিজেপির বিরুদ্ধে কথা বলেন”।