নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে ভাগ্য আদালতের হাতে রয়েছে। আগামী ১৭ আগস্ট সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তারই মধ্যে আগামী ১৬ আগস্টের মধ্যে পঞ্চায়েত বোর্ড গঠনের নির্দেশ দিয়ে দিল নবান্ন। এই মর্মে সমস্ত জেলা শাসক এবং বিডিওদের নির্দেশিকা পাঠানো হয়েছে। পঞ্চায়েতের তিনটি স্তরে ওই সময়ের মধ্যে বোর্ড গঠন করতে নির্দেশ দেওয়া হল। প্রসঙ্গত, পঞ্চায়েত নিয়ে আদালতে মামলা চললেও বোর্ড গঠন নিয়ে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। এই অবস্থায় বোর্ড গঠন করে ফেলার নির্দেশ দিল সরকার। আগামী ১৬ আগস্টের মধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বোর্ড গঠনের কাজ শেষ করতে হবে জয়ী প্রার্থীদের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠানোর জন্য বলা হয়েছে।