নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও হয়ত এই বাঙালি- অবাঙালি ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তিত। কারণ কালীপুজোর উদ্বোধনে গিয়ে বারবার তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন, উস্কে দিয়েছেন বাঙালি-অবাঙলি ভোট। একাধিকবার দেখা গিয়েছে, অবাঙলি ভোটে বিজেপি-র আধিপত্য অব্যাহত। তাই কি পুজো উদ্বোধনে এসে এই নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর গলায়? অবাঙালি ভোট নিয়ে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচনের আগে বিভাজনের রাজনীতির অভিযোগ তাঁর গলায়। পরিসংখ্যান বলছে, অবাঙালি ভোট ব্যাঙ্কে বিজেপির আধিপত্য এখনও রয়েছে।
কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ,সমস্ত সম্প্রদায় মিলেমিশে কাজ করবে। বাংলাটা এমনই। সমালোচকরা সমালোচনা করবেই। এটাই কাজ। তবে কে কী বলল তাতে আমাদের যায় আসে না। ফোস্কা পড়ে না। আমি এটুকু বিশ্বাস করি এখানে থাকার অধিকার সকলের আছে। তবে কেউ-কেউ বাংলার বদনাম করছেন। বাংলায় যাঁরা থাকবেন বাংলাকে নিজের ভাবুন। কেউ-কেউ ভোট বাক্সে বাঙালী-অবাঙালী করে দেয়।" এই ভাবে নাম না করে বিরোধীদের তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
কোথাও একটা ভয়ের গন্ধ! অবাঙালি ভোট নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা?
অবাঙালি ভোট নিয়ে একটু চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা।
Follow Us
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও হয়ত এই বাঙালি- অবাঙালি ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তিত। কারণ কালীপুজোর উদ্বোধনে গিয়ে বারবার তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন, উস্কে দিয়েছেন বাঙালি-অবাঙলি ভোট। একাধিকবার দেখা গিয়েছে, অবাঙলি ভোটে বিজেপি-র আধিপত্য অব্যাহত। তাই কি পুজো উদ্বোধনে এসে এই নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর গলায়? অবাঙালি ভোট নিয়ে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচনের আগে বিভাজনের রাজনীতির অভিযোগ তাঁর গলায়। পরিসংখ্যান বলছে, অবাঙালি ভোট ব্যাঙ্কে বিজেপির আধিপত্য এখনও রয়েছে।
কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ,সমস্ত সম্প্রদায় মিলেমিশে কাজ করবে। বাংলাটা এমনই। সমালোচকরা সমালোচনা করবেই। এটাই কাজ। তবে কে কী বলল তাতে আমাদের যায় আসে না। ফোস্কা পড়ে না। আমি এটুকু বিশ্বাস করি এখানে থাকার অধিকার সকলের আছে। তবে কেউ-কেউ বাংলার বদনাম করছেন। বাংলায় যাঁরা থাকবেন বাংলাকে নিজের ভাবুন। কেউ-কেউ ভোট বাক্সে বাঙালী-অবাঙালী করে দেয়।" এই ভাবে নাম না করে বিরোধীদের তোপ দাগেন মুখ্যমন্ত্রী।