তিন মাসের মধ্যে ফাঁসি! কুলতলির ঘটনা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

কুলতলির ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "দু’একটা ঘটনা কখনও-কখনও ঘটে গেলে বাংলায় চিৎকার-চেঁচামেচি হাহাকার বেশি হয়।"

author-image
Tamalika Chakraborty
New Update
Mamata Banerjee


নিজস্ব সংবাদদাতা:  আরজি কর কাণ্ডের আবহে এক ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঘটনায় আবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তিন দিনের মাথায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 

এদিন একটি পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দু’একটা ঘটনা কখনও-কখনও ঘটে গেলে বাংলায় চিৎকার-চেঁচামেচি হাহাকার বেশি হয়। তা হওয়া উচিৎ।  সেই অধিকার সকলের রয়েছে। কিন্তু অন্য জায়গার যখন কোনও ঘটনা হয়, কেউ প্রতিবাদ করে না। " তিনি বলেন, "ক্রাইম ইস ক্রাইম। আমি চাই কুলতলির ঘটনাটি পুলিশ পকসো আইনে তুলে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।"

Mamata Banerjee

তবে হাইকোর্টে কুলতুলির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, নির্যাতিতার বয়স ১০ বছর। স্বাভাবিকভাবেই পকসো আইন যুক্ত হওয়ার কথা। বিচারপতি প্রশ্ন করেন,  “সুরতহাল বা ইনকোয়েস্ট রিপোর্ট দেখেও কেন আপনারা পকসো যুক্ত করেননি?” কুলতলি উত্তপ্ত হয়ে পড়েছে।  আজকে কুলতলিতে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। 

 tamacha4.jpeg