নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়ে গিয়েছে। এখন ঘূর্ণিঝড় কার্যত নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতা সহ সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় চলে গেলেও ত্রাণ বন্টনের ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি এনিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।
এদিন তিনি প্রশাসনিক আধিকারিকদের বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ অব্যাহত থাকবে। মেডিক্যাল ক্যাম্পগুলি যাতে চলতে পারে সেটাও জানিয়েছেন তিনি। কোনওভাবে টেলিমেডিসিন কার্যকর করা যায় কি না, সেই বিষয়েও তিনি আলোচনা করেন। পাশাপাশি তিনি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে রাজ্যে রাখতে চাইছেন। আরও দুই দিন যাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল রাজ্যে থাকেন, সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি।
ঘূর্ণিঝড়ে রাজ্যের পরিস্থিতি মনিটারিং করতে বৃহস্পতিবার রাতে তিনি নবান্নেই থাকেন। শুক্রবার সকালেও তিনি নবান্নে থাকেন। শুক্রবার বিকেলে তিনি সাংবাদিক বৈঠক করেন। জেলা প্রশাসনের সঙ্গে তিনি বার বার যোগাযোগ রাখছেন। একাধিকবার তিনি কন্ট্রোল রুমে নেমে আসেন। সেখানে গিয়ে তিনি আবহাওয়ার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ নেন। অন্যদিকে, প্রবল বৃষ্টির জেরে কলকাতার একাধিক অঞ্চল এখনও জলমগ্ন। .
আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ শিবির থাকবেই! নির্দেশ মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ অব্যাহত থাকবে। মেডিক্যাল ক্যাম্পগুলি যাতে চলতে পারে সেটাও জানিয়েছেন তিনি।
Follow Us