নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভায় অধিবেশন চলাকালীন বাংলা ভাগের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। বাংলার ইতিহাস সম্পর্কে আজ বৃহস্পতিবার বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘আমরা আপনাদের মতো উগ্রত্বের রাজনীতি করি, আমরা টেরোরিজমের রাজনীতি করি না। ১৯৪৭ সালের ২০শে জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাও হয়নি। যাদের সঙ্গে বাংলার কোনও সম্পর্কই নেই তাঁরা কী করে রাজ্য নিয়ে কথা বলে। দেশভাগের যন্ত্রণা কোনও মানুষ ভুলতে পারবেন না।‘