BREAKING: শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা! বিরল সৌজন্য

রাজ্যের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে শুভেন্দুর প্রস্তাব যোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata-suvendu-962995-1615977254-1168302-1670136524-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

নিজস্ব সংবাদদাতা: বঙ্গভঙ্গ ইস্যুতে শাসক-বিরোধী ঐক্যমত। আজ বিধানসভা অধিবেশনের শেষদিনে বিরল সৌজন্য। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব রাজ্যের। 'পশ্চিমবঙ্গ এক থাকবে, রাজ্যকে আমরা ভাগ হতে দেব না। আসুন সবাই মিলে এই প্রস্তাব নিই। বিরোধী দলনেতাও একটা প্রস্তাব দিয়েছেন। আসুন রাজ্যের প্রস্তাব কিছুটা সংশোধন করে গ্রহণ করা হোক। রাজ্য-কেন্দ্র হাত মিলিয়ে চলবে', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

'বিজেপি সাংসদ প্রধানমন্ত্রীর কাছে বাংলা ভাগের কথা বলেননি। অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন। সহমত পোষণ করব', জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Adddd