নিজস্ব সংবাদদাতা:বিধানসভায় বিরোধী দলনেতার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মহাকুম্ভ নিয়ে কথা বলতেও ছাড়লেন না তিনি।
তিনি বলেন, "মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে। হাজার হাজার মৃতদেহ ভাসানো হয়েছে নদীতে। মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনও প্ল্যানিং হয়নি। কুম্ভে এ রাজ্যের মৃতদের ডেথ সার্টিফিকেটও দেয়নি। গঙ্গাসাগর মেলায় কোনও ভিআইপিকে ছাড় দেওয়া হয় না। ভিআইপিদের থেকে টাকা তুলতে কুম্ভ নিয়ে হাইপ"।