নিজস্ব সংবাদদাতা: আজ ভাষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 'প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে। অন্য রাজ্য স্বীকৃতি পেলে কেন বাংলা পাবে না?' বাম জামানার ব্যর্থতার অভিযোগে বললেন, 'আগে যারা ক্ষমতায় ছিল তারা বাংলা ভাষার স্বীকৃতি নিয়ে ভাবেনি। রাজ্যের নাম বাংলা হলে কী আপত্তি, কী অপরাধ আমাদের? রাজের নাম নিয়ে বিধানসভায় পাস হয়েছে তাও আটকে আছে। বাংলাকে পিছিয়ে রাখা হয়েছে। যে কোনো জায়গায় সব থেকে শেষে সুযোগ পাই আমরা'।