নিজস্ব সংবাদদাতা: ভবানীপুরের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকেই নিশানা করলেন বাম আমলকে। রেশন দুর্নীতি নিয়ে হলেন সরব। মুখ্যমন্ত্রীর দাবি, 'এক কোটি রেশন কার্ড বাদ দিয়েছি, ওতেই ভুয়ো ভোট পড়ত। যারা আসলে চোর তারা পুলিশের মুখে আটা ছুঁড়ছে। আমি একটা কথা বলি। আমি চাই না দেশের সম্মান নষ্ট হোক, তাই চুপ আছি। আমি কিছু নিইনি তাও আমরা চোর? কোন লোকটা চাল পায় না?' প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।