নিজস্ব সংবাদদাতা: জবরদখল নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সভাঘর থেকে প্রশাসনিক বৈঠকে তিনি বললেন, "যেভাবেই হোক এলাকা দখলমুক্ত করতে হবে। এই নিয়ে জেলা পুলিশ নয় রাজ্য পুলিশ ব্যবস্থা নেবে। দরবারে ইডি সিবিআই- এর মত সম্পত্তি ক্রোক করতে হবে। আইপিএস, আইএএস, ডাব্লুবিসিএস অফিসার নিয়ে কমিটি তৈরি হবে। কমিটির নেতৃত্ব দেবেন নন্দিনী চক্রবর্তী। যে মিউটেশন দিয়েছে, সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের কালো তালিকায় রাখতে হবে। এ ব্যাপারে কোনও অফিসারের নাম এলে তার পেনশনে প্রভাব পড়বে"।