সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পুজো মানেই জনজোয়ার। পুজো মানেই রাস্তায় মানুষের ঢল। পুজো মানেই যানজট। আর নিত্যযাত্রীদের একরাশ বিরক্তি। সেই যানজট নিয়েই কার্যত সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজো মানেই জনজোয়ার। পুজো মানেই রাস্তায় মানুষের ঢল। পুজো মানেই যানজট। আর নিত্যযাত্রীদের একরাশ বিরক্তি। সেই যানজট নিয়েই কার্যত সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবারও ভারচুয়ালি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শহরের একাধিক বড় পুজোর উদ্বোধন করেন তিনি। আলিপুর বডিগার্ড লাইনের পুজো উদ্বোধনের সময় রাস্তায় যানজট নিয়ে সতর্ক করেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, “কেউ কেউ ভিআইপি লালবাতি জ্বালিয়ে ঠাকুর দেখতে বের হয়। আমি কাউকে বারণ করছি না, কিন্তু তাঁদের জন্য কোনও রাস্তা বন্ধ করা না হয়। যদি তা হয় আর আমি যদি দেখতে পাই তাহলে আমি কিন্তু ব্যবস্থা নেব।”
{{ primary_category.name }}