তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো- নতুন বছরের আগাম শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

কি লিখলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Mamata

নিজস্ব সংবাদদাতা: আজ রাত পেরোলেই ২০২৫ সাল শুরু হয়ে যাবে। নতুন বছরের নতুন সূর্যোদয় এবং সূর্যের মতোই নতুন আসার আলো নিয়ে জীবন শুরু হবে এমনই প্রার্থনা প্রত্যেকের। এই প্রার্থনাতেই বাংলার মানুষকে আগাম শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি লেখেন, মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো,
তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।

As we bid farewell to 2024, my heart swells with gratitude for the unflinching support of our Ma, Mati, Manush, the very cornerstone of our strength. It is your trust and faith that fuels our resolve to stand tall against the forces of oppression and exploitation.  

This year has been one of trials and triumphs. From the hurdles we faced together to the milestones we achieved, it is your love and solidarity that stood out. With folded hands, I thank the people of Bengal for making this year unforgettable.

As we embark on a new year, I renew my pledge to serve you with utmost dedication, to protect you, and to uphold the ideals of JUSTICE, LIBERTY, EQUALITY, and FRATERNITY that define us as a people. Joy Bangla!