নিজস্ব সংবাদদাতা: হুগলীর ফুরফুরা শরীফে দাওয়াত-এ-ইফ্তার অনুষ্ঠানে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক দশক পর ফুরফুরা শরীফে গেলেন তিনি। পীরজাদাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যোগ দেবেন ইফতারে। "যখন কাশী বিশ্বনাথ পুস্করে যাই তখন তো কেউ প্রশ্ন তোলেন না। দুর্গা-কালীপুজোয় গেলে তো কেউ প্রশ্ন করে না", ফুরফুরা শরীফ থেকে বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/media_files/1000069633.jpg)