নিজস্ব সংবাদদাতা: কেন এতো নিষ্ঠুর মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরিএই প্রশ্ন ছুঁড়ে দিলেন অনশনকারী জুনিয়র চিকিৎসকরা। অনশনকারী জুনিয়র চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, “১৪ দিন আমরা শুধু জল খেয়ে আসছি। মুখ্যমন্ত্রী একবারও আসতে পারলেন না?”
এদিকে অনশনকারী চিকিৎসকদের যাতে ঠিক মতো চিকিৎসা করা হয়, তা নিশ্চিত করতে আজ রাজ্যের সব মেডিক্যাল কলেজকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
এই ব্যাপারে রাজ্যের সব মেডিক্যাল কলেজকে চিঠি দিলেন তিনি। সেখানে বলা হয়েছে, অনশনকারী যে জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য যেন মাল্টি-ডিসিপ্লিনারি বোর্ড তৈরি করা হয়।
পাশাপাশি বলা হয়েছে, উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ দু’জনকেই ব্যক্তিগত স্তর থেকে দিনে দু’বার হাসপাতালে ভর্তি থাকা অনশনকারীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হবে। যার প্রতিনিয়ত আপডেট রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য সচিবকে।