নবান্ন : ১৪ তলা থেকে নিচে নামলেন মুখ্যমন্ত্রী! দিলেন সারপ্রাইজ ভিজিট

হাসপাতাল থেকে সরকারি দফতর, সারপ্রাইজ দিয়ে মাঝে মাঝেই কাজ কর্ম খতিয়ে দেখতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাবেই বুধবার ১৪ তলা থেকে নেমে ১২ তলায় অর্থ দফতরে যান তিনি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
nabanna mamata

নবান্ন-মমতা বন্দ্যোপাধ্যায়


নিজস্ব সংবাদদাতা : নবান্নের ১৪ তলা থেকে নেমে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও একা নন। সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। হাসপাতাল থেকে সরকারি দফতর, সারপ্রাইজ দিয়ে মাঝে মাঝেই কাজ কর্ম খতিয়ে দেখতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাবেই বুধবার ১৪ তলা থেকে নেমে ১২ তলায় অর্থ দফতরে যান তিনি। সেখানকার কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি ক্ষনিকের বৈঠক করেন  অর্থ সচিবের সঙ্গে। এরপর নেমে যান সোজা ৬ তলায়। ভূমি ও ভূমি রাজস্ব দফতরে  কাজকর্ম ঠিকমতো চলছে কিনা সে বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এদিকে আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান সরকারি কর্মীরা। প্রসঙ্গত, সরকারি কর্মীদের একাংশই হকের ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফলে দফতরগুলিতে সমস্যার কথা ভেবে এর আগেও সারপ্রাইজ ভিজিট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার ওপর সামনেই পঞ্চায়েত নির্বাচন। মানুষের কাছে ঠিক মতো সরকারি পরিষেবা পৌঁছচ্ছে কিনা সেবিষয়েও জোর দিচ্ছেন মমতা।