নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা হল আজ। সেখান থেকেই এসএসসি চাকরিহারাদের বিশেষ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যারা চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না। আমরা চাকরি দিই আর ওরা চাকরি খায়। আমি চাইনা রাজ্যে বেকার বাড়ুক। আপনারা নিশ্চিন্তে গিয়ে ক্লাস করুন। মাইনে নিয়ে ভাবতে হবে না। গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে আমরা রিভিউ পিটিশন দেব। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। যারা উসকাচ্ছে তারা টাকা দেবে না, বেতন দেবে সরকার। উত্তরপ্রদেশে বিজেপি জমানায় ৬৯ হাজার চাকরি গিয়েছে। ভরসা রাখুন রিভিউ আবেদন করা হবে। কে দাগী আর কে নয় আপনাদের দেখার দরকার নেই"।
/anm-bengali/media/media_files/qak7SLBXqP6pQ4HufkYd.jpg)