নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মোঃ গোলাম রব্বানী আজ সল্টলেকের সি এ মার্কেটে ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। 'মিশন লাইফ' থিমের আওতায় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে।
সিএ মার্কেটে কেনাকাটা করতে আসা লোকেরা এখন ভেন্ডিং মেশিনে ১০ টাকা ঢুকিয়ে একটি কাপড়ের ব্যাগ পেতে পারেন যা বহুবার ব্যবহার করা যেতে পারে। সিএ মার্কেটে এ জাতীয় দুটি মেশিন উদ্বোধন করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ গোলাম রব্বানী সিএ মার্কেট এলাকায় একটি প্লাস্টিক বর্জ্য ক্রাশার মেশিনও উদ্বোধন করেছেন।
বিধাননগরের পুকুরগুলি সংস্কারের উদ্যোগ নিচ্ছে পরিবেশ দফতরও। আজ সল্টলেকের দত্তাবাদে পুকুর সংস্কারের কাজেরও উদ্বোধন করেছেন মোঃ গোলাম রব্বানী। পুকুর সংস্কারের মূল উদ্দেশ্য জলের গুণগত মান উন্নত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল ও জরুরি পরিষেবা বিভাগের মন্ত্রী সুজিত বসু, বিধাননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, WBPCB-র চেয়ারম্যান ডঃ কল্যাণ রুদ্র, আইপিএস এবং WBPCB-এর সদস্য সচিব ডঃ রাজেশ কুমার।