স্বাস্থ্য খাতে বন্ধ কেন্দ্রীয় বরাদ্দ! প্রশ্নের মুখে বাংলার চিকিৎসা ব্যবস্থা

বাংলায় স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ অর্থ আটকে গিয়েছে। এরফলে বাংলায় স্বাস্থ্য খাতে একাধিক প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছে। সূত্রের খবর, সুস্বাস্থ্য ভবনের রং ও প্রকল্পের নাম কেন্দ্রীয় অনুদানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
asa

নিজস্ব সংবাদদাতা: ১০০ দিনের টাকা, আবাস যোজনার পর এবার স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, রাজ্যের প্রাপ্য ৮০০ কোটি টাকা চেয়ে কেন্দ্রীয় অর্থ কমিশনের সচিব ও স্বাস্থ্য সচিবের কাছে চিঠি পাঠায় রাজ্যের স্বাস্থ্য দফতর।  ৪৭৪টি সুস্বাস্থ্য কেন্দ্র, ৬৫টি ব্লক স্বাস্থ্য কেন্দ্র, ২৮টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য একাধিক কিস্তিতে টাকা দেওয়ার কথা কেন্দ্রের ছিল। কিন্তু চলতি অর্থবর্ষে কেন্দ্রের তরফে স্বাস্থ্য খাতে কোনও বরাদ্দ অর্থ পাঠানো হয়নি। সূত্রের খবর প্রকল্পের নাম ও সুস্বাস্থ্য ভবনের রং কেন্দ্রের বরাদ্দের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।