ডেঙ্গির তথ্য মোদী সরকারকে পাঠায়নি মমতার সরকার! বিস্ফোরক অভিযোগ

জনস্বাস্থ্য নিয়ে বড়সড় অভিযোগ এবার মমতা সরকারের বিরুদ্ধে। অভিযোগ সামনে এনেছে মোদী সরকার। কিন্তু কেন? রইল সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
modi mamata jhar.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এর আগে জনস্বাস্থ্যের একাধিক ক্ষেত্রে বারবার কেন্দ্রকে অসহযোগিতার অভিযোগ উঠেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। এবারও তার অন্যথা হল না ডেঙ্গি মোকাবিলার ক্ষেত্রে। এবার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের মশাবাহিত রোগ প্রতিরোধ বিভাগকে ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, এমনটাই অভিযোগ সামনে এনেছে কেন্দ্র।

কেন্দ্রের আরও অভিযোগ, পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য, যারা কেন্দ্রীয় সরকারকে এই সম্পর্কে তথ্য নাকি দেয়নি। এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার বলেন, 'মানুষ কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রীয় সরকারকে পাঠায়নি। অথচ দেশের অন্য সমস্ত রাজ্য সেই তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করেছে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া মোকাবিলায় অর্থ বরাদ্দ করে'।