বসন্ত উৎসবে 'হাতাহাতি' কলকাতা বিশ্ববিদ্যালয়ে

সিপিএম ছাত্র সংগঠন এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোল উৎসবের আয়োজন করেছিল। এদিন হাতাহাতিতে জড়িয়ে পড়েন আঞ্চলিক কমিটির সম্পাদক-সভাপতি।

author-image
Jaita Chowdhury
New Update
oiuhjgfcx

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (Calcutta University) চত্বর।  এসএফআই বনাম এসএফআই। দু'দলের মধ্যে হাতাহাতি এবং তীব্র উত্তেজনা। সংগঠনের রাশ কার হাতে? কার্যত তা নিয়ে বসন্ত উৎসবে 'হাতাহাতি'তে জড়িয়ে পড়লেন এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক-সভাপতি। বিপাকে  এসএফআই রাজ্য নেতৃত্ব । 

উল্লেখ্য, সিপিএম ছাত্র সংগঠন এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার দোল উৎসবের আয়োজন করেছিল। শুরুতেই 'হাতাহাতি'তে জড়িয়ে পড়লেন কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক মাল্যবান গঙ্গোপাধ্যায় ও সভাপতি তাজবুল হক। 

সভাপতি জানিয়েছে , "এসএফআইয়ের প্যাডে উৎসবের অনুমতি নেওয়া হয়নি। সম্পাদক একা যা খুশি তাই করছে । কাউকে কোনও কিছু জানানোর প্রয়োজন বোধ করছে না।" অপরদিকে, সম্পাদকের বক্তব্য, বিরোধী দলের কথায় হচ্ছে এসব। এসএফআই প্যাডেই অনুমতি নিয়েছিলাম। তৃণমূলের মদতে আয়োজন ভণ্ডুল করার চেষ্টা হয়েছে । যদিও তা মানতে চাননি তাজবুক হক । 

lkjhgcvx
ফাইল চিত্র