নিজস্ব সংবাদদাতা: আরজি কর ঘটনার প্রতিবাদে শুক্রবারের রাতে ঠিক হয়েছিল ফের রাত দখল করবে মহিলারা। সেই অনুযায়ী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং প্রাক্তনীরা সকলে মিলে রাত দখলের কর্মসূচী পালন করে। রাত ১১ টা থেকে শুরু হয় তাঁদের সেই কর্মসূচী, কথা ছিল চলবে ভোর ৪টে পর্যন্ত। তাঁদের এই রাত দখলে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও।
ঘটনার সূত্রপাত হয়, ঠিক ভোর রাত সাড়ে তিনটেই। সেই সময় জমায়েতের ডিউটিতে আসেন ‘মদ্যপ’ সিভিক ভলান্টিয়ার। পুলিশের বাইক নিয়ে মদ্যপ অবস্থাতেই ঢুকে পড়েন মিছিলের মধ্যে। তার এই অভব্য আচরণ দেখে প্রতিবাদ করেন রবীন্দ্রভারতীর পড়ুয়ারা। কিন্তু তাতেও সিভিক ভলান্টিয়ারের কোনও হেলদোল দেখা যায়নি। সেখানেই ওই অবস্থায় দাঁড়িয়ে থাকে সে।
আর তারপরই এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে বি টি রোডে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। যা জানা যাচ্ছে, ওই সিভিক ভলান্টিয়ার সিঁথির থানার কর্তব্যরত।