আমাদের ওপর ভরসা করে অনশন প্রত্যাহার করুন! জুনিয়র চিকিৎসকদের চিঠি বিশিষ্টজনের

আমাদের সক্রিয়তার ওপর ভরসা রেখে অনশন প্রত্যাহার করুণ, জুনিয়র চিকিৎসকদের চিঠি বিশিষ্ট জনদের।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
junior doctors protest ssssssssssssss

নিজস্ব সংবাদদাতা:  ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে চিঠি লিখলেন জুনিয়র সমাজের বিশিষ্টজনরা। সেই চিঠিতে সমাজের বিশিষ্টজনরা লেখেন, 'নিরাপত্তা ও সুরক্ষা সকলের কাছেই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন, দীর্ঘ লড়াইয়ের স্বার্থে একান্ত প্রয়োজন। নাগরিক সমাজের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করতে চাই, সুস্থ আলোচনার মাধ্যমে আপনাদের ন্যায্য দাবির সমাধান ও বাস্তবায়ন। এই প্রক্রিয়ায় আমরা যথাসাধ্য সক্রিয় থাকব। অনশনরত চিকিৎসকদের কাছে অনুরোধ নাগরিক সমাজের সক্রিয়তায় আস্থা রেখে অনশন প্রত্যাহার করুন।'

বিশিষ্টজনরা পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখেছেন। সেখানে তাঁরা লেখেন, 'আন্দোলনকারীদের অধিকাংশ দাবির ন্যায্যতা স্বীকার করলেও বাস্তবায়ন নিয়ে সংশয়। নিরাপত্তাহীনতা আন্দোলনকারীদের অনশনের পদক্ষেপ নিতে বাধ্য করেছে।'অপর্ণা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্টজন এই ইমেল জুনিয়র চিকিৎসক ও মুখ্যসচিবকে করেন বলে জানা গিয়েছে। ।অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের অনশনের প্রায় আট দিন পার হতে যায়। ইতিমধ্যে তিন জন চিকিৎসককে গুরুতর অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, অনশন থেকে তাঁরা কোনওভাবেই সরে যাবেন না।  একজন অসুস্থ হয়ে পড়লে অন্য দুই জন অনশনে বসবেন। কিন্তু এই আন্দোলন কোনওভাবে বন্ধ হবে না। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করে এবার কড়া হুঁশিয়ারি দিল চিকিৎসকদের সংগঠন ফেমা।