নিজস্ব সংবাদদাতা: সকাল ৯টা বাজতেই আজ আরজি করে এসে হাজির হয়েছিল CISF এর ডিআইজি সহ ৪ সদস্যের প্রতিনিধি দল। কলকাতা পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে নিয়েই সম্পূর্ণ হাসপাতাল প্রিমিসেস ঘুরে দেখেন তারা। কথা বলেন পুলিশের সাথে। এরপর হয় একটি রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক শেষে তারা প্রত্যেকেই ফিরে যান।
তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআইজি বলেন, “আমরা আমাদের কাজ করছি। আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন। বৈঠক শান্তিপূর্ণ হয়েছে। বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হল তা এখনই প্রকাশ্যে আনবো না”। ফলে এদিন CISF-র ডিআইজি কত বাহিনী মোতায়েন হচ্ছে আরজি কর হাসপাতালে এবং কখন থেকে বলবৎ হবে, সেই সংক্রান্ত কোনও তথ্যই প্রকাশ্যে আনেননি। তবে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, তাই খুব তাড়াতাড়িই আরজি করে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী, তা এদিন হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন ডিআইজি।
#WATCH | RG Kar Medical College & Hospital murder and rape case | DIG CISF K Pratap Singh says, "Let us do our job. We have come here for some assignment. I am doing my job which has been mandated by the higher authorities..." pic.twitter.com/hxm7cbdmAp