নিজস্ব সংবাদদাতা: বসিরহাট আদালত থেকে বেরিয়ে মাঝপথে হঠাৎই উধাও হয়ে যান শেখ শাহজাহান। যে কনভয়ে তিনি আসছিলেন, সেই সব নিয়ে যেন হাওয়া হয়ে যান নিমেষে। তখন থেকেই ভাবা হচ্ছিল শেখ শাহজাহান কোথায় চললেন? কোথায় রাখা হবে এই ১০ দিন তাঁকে? এরপর অবশেষে মিলল উত্তর।
ইডির দায়ের করা মামলার ভিত্তিতে তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের সাজা শোনানো হয়। আর সেই পরিপ্রেক্ষিতেই মামলার দায়ভার গ্রহণ করল সিআইডি। আগামী ১০ দিন সিআইডির তত্ত্বাবধানেই থাকবেন শাহজাহান। আর তাই আজই তাঁকে আনা হল ভবানী ভবনে। আগামী ১০ দিন ভবানী ভবনেই সিআইডি হেফাজতে রাখা হবে তাঁকে। শেখ শাহজাহানের বিরুদ্ধে ৩৫৩, ৩২৬, ৩০৭, এরকমই একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়াও পিডিপিপি অ্যাক্ট এবং সুয়ো মোটো মামলাতেও দায়ের হয়েছে মামলা। তাই এবার এই সবকিছু তদন্ত প্রক্রিয়া সামলাবে সিআইডি।