Sandeshkhali Case: এবার ইডির ডেপুটি ডিরেক্টরকে তলব সিআইডি-র, কেন?

সন্দেশখালি মামলা নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
কজ্জম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ সূত্রে খবর, এবার ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। সূত্রে খবর, আগামী ৩ মার্চ কলকাতায় ভবানী ভবনে সিআইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডেপুটি ডিরেক্টরকে। কিন্তু কেন হঠাৎ এই তলব? ইডির ডেপুটি ডিরেক্টরের থেকে কোন তথ্য খুঁজছে রাজ্যের গোয়েন্দা সংস্থা? জানা গিয়েছে, ধৃত শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে সিআরপিসির ১৬০ ধারায় সিআইডির অফিসে ডাকা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টরকে।

Add 1

সূত্রে খবর, ওই অভিযোগের ভিত্তিতেই ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে চাইছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। এর পাশাপাশি সিআরপিসির ৯১ ধারায় অভিযোগ সংক্রান্ত বেশ কিছু নথি নিয়েও হাজির হতে বলা হয়েছে ইডির ওই পদস্থ আধিকারিককে। যদিও ইডি সূত্রে খবর, তারা এখনও পর্যন্ত কোনও নোটিস হাতে পাননি।

cityaddnew

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ব্যাপক জনরোষের মুখে পড়েছিলেন ইডির অফিসাররা। 

স

স