নিজস্ব সংবাদদাতা: স্যালাইনের বিষেই প্রসূতির মৃত্যু? নাকি ডাক্তারদের কর্তব্যে গাফিলতি? দ্বন্দ্বের মাঝেই সরাসরি চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করালেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, মেদিনীপুর কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হল। সেই তালিকায় রয়েছেন কয়েকজন সিনিয়র ও জুনিয়র ডাক্তার।
এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, চিকিৎসকরা নিজেদের দায়িত্ব পালন করেননি। মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব উল্লেখ করেন, ঘটনার দিন ওটি রুমে ছিলেন না কোনও সিনিয়র চিকিৎসক। চিকিৎসকদের গাফিলতির কথা উল্লেখ করে ১২ জনকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী। । বলেন,'যাঁদের হাতে এটা হয়েছে, তাঁদের হাতে ভবিষ্যতেও যে হবে না, তার কোনও মানে নেই।'
সাসপেন্ডেড চিকিৎসকদের তালিকা
১) সৌমেন দাস, আরএমও
২) দিলীপ কুমার পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
৩) হিমাদ্রী নায়েক, সহকারী অধ্যাপক
৪) মহম্মদ আলাউদ্দিন, বিভাগীয় প্রধান
৫) জয়ন্ত কুমার রাউত, এমএসসিপি
৬) পল্লবী বন্দ্যোপাধ্য়ায়, সিনিয়র রেসিডেন্ট পিজিটি
৭) মৌমিতা মণ্ডল, পিজিটি , তৃতীয় বর্ষ
৮) ভাগ্যশ্রী কুণ্ডু, তৃতীয় বর্ষ
৯) সুশান্ত মণ্ডল, প্রথম বর্ষ
১০) পূজা সাহা, প্রথম বর্ষ
১১) মনীষ কুমার, প্রথম বর্ষ, অ্যানেস্থেশিয়া
১২) জাগৃতি ঘোষ, প্রথম বর্ষ, অ্যানেস্থেশিয়া
উল্লেখ্য এদিন মুখ্যমন্ত্রী বলেন, সরকারের একটি পলিসি আছে। সিনিয়র চিকিতসকদের ৮ ঘণ্টা ডিউটি করার কথা। ঠিক সময়ে চিকিৎসকদের পরিষেবা দিতে হবে।