কলকাতায় ছড়ালো কলেরার ভাইরাস !

চিন্তায় চিকিৎসক মহল।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় ফিরে এল কলেরার আতঙ্ক। বর্ষা আসতেই বাড়ি বাড়ি বয়ে আনলো কলেরার উপসর্গ। 

What is Adenovirus? 2 Die of Suspected Infection in West Bengal: Check  Symptoms, Causes, Precautions and Treatment | India News | Zee News

সূত্র মারফত জানা গিয়েছে যে, কলকাতায় ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বাগুইআটির এক বাসিন্দা। জানা গিয়েছে, বমি ও পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি হলে, সেখানে পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে। তার সাথেই আক্রান্ত হয়েছেন রোগীর মা'ও। স্বাস্থ্য দফতর থেকে ওই এলাকায় আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Curated Health Communication Materials to Treat, Prevent Cholera – Health  Communication Capacity Collaborative – Social and Behavior Change  Communication

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটি প্রতিনিধিদল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। 

Adddd