নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় ফিরে এল কলেরার আতঙ্ক। বর্ষা আসতেই বাড়ি বাড়ি বয়ে আনলো কলেরার উপসর্গ।
/anm-bengali/media/post_attachments/97e2d0c8be2642866071e2bdba4e23461c197bb2aea03fce8e62d5bcea2f409d.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, কলকাতায় ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বাগুইআটির এক বাসিন্দা। জানা গিয়েছে, বমি ও পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি হলে, সেখানে পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে। তার সাথেই আক্রান্ত হয়েছেন রোগীর মা'ও। স্বাস্থ্য দফতর থেকে ওই এলাকায় আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2017/06/cholerayemen-e1498658970167.png)
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের একটি প্রতিনিধিদল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)