নিজস্ব সংবাদদাতা : সিআইডি ও এনজিওর যৌথ অভিযানে সফলভাবে এক আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দা ফাঁস করা হয়েছে। অভিযানে পাচারকারী একটি দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে, যারা পাটনা থেকে আনা একটি দুদিনের শিশুকে বিক্রি করতে চেয়েছিল।
সিআইডি সূত্রে জানা যায়, সিআইডি এবং এনজিওরা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন। এনজিওর কর্মীরা শিশুটির বাবা-মা ও মাসির ভূমিকা পালন করে পাচারকারীদের ফাঁদে ফেলেন। পাচারকারী দম্পতি ৪ লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করতে সম্মত হয়।
শিশুটির কেনাবেচার কথোপকথনের পর, শালিমার স্টেশনের বাইরে সিআইডি তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। অভিযানে গ্রেপ্তার হওয়া দম্পতি জানায়, তারা শিশুটিকে পাচার করে আয়ের আশা করছিল। সিআইডি জানিয়েছে, পাচারকারী দম্পতির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, যা ভবিষ্যতে আরও শিশু পাচারের চক্র উন্মোচনে সাহায্য করবে।
এই ঘটনায় সিআইডি ও এনজিওর যৌথ অভিযানটি এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মতে, শিশু পাচার রোধে আরও তৎপরতা বাড়ানোর প্রয়োজন।