"কেন্দ্র অনুমতি না দেওয়ায় ৩০ লক্ষ মানুষ জল পাচ্ছেন না"- ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে চিঠি দিতে বললেন, ডিভিসির জন্য ২০ লক্ষ মানুষ জল পাচ্ছে না। কেন্দ্র অনুমতি না দেওয়ার কারণে ৩০ লক্ষ মানুষ জল পাচ্ছেন না।

author-image
Debapriya Sarkar
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, "ডিভিসি (ড্যাম ব্যারেজ কন্ট্রোল) এর জন্য ২০ লক্ষ মানুষ জল পাচ্ছেন না।" তিনি আরও বলেন, "কেন্দ্র অনুমতি না দেওয়ার কারণে ৩০ লক্ষ মানুষও জল পাচ্ছেন না।" এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে দ্রুত চিঠি দেওয়ার নির্দেশ দেন।

Mamata

মুখ্যমন্ত্রী বলেন, "শুধু পাইপ ফেলে রাখলেই হবে না, জল সরবরাহও নিশ্চিত করতে হবে।" তিনি মন্তব্য করেন, "পাইপ থাকলেও জল নেই, এজন্য কয়েকজন দায়ী।" পাশাপাশি, সয়েল টেস্ট না করেই টেন্ডার দেওয়ায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "এদের কালো তালিকাভুক্ত করা উচিত।"

Mamata

বৈঠকে আরো জানানো হয়, "কিছু লোক পাইপ কাটছে, যা অপরাধ।" মুখ্যমন্ত্রী এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।