নিজস্ব সংবাদদাতাঃ সরকারি কর্মচারীদের কড়া হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, সরকারি কর্মচারীদের নানা বাহানায় অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দেওয়া বরদাস্ত করা হবে না।
নবান্ন সূত্র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ' লোকসভা ভোটের কারণে এমনিতেই কাজকর্মের গতি শ্লথ হয়েছে। তার পর বিক্ষিপ্ত ভাবে কিছু জেলায় প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘটেছে। বলতে টানা চার মাস ভাল করে কোনও কাজই হয়নি। চার মাসে কাজের যে গতি হারিয়েছে তা এবার ফেরাতে হবে। সবাইকে আরও সক্রিয় হয়ে কাজ করতে হবে। '
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, রাজ্যের সরকারী কর্মচারীদের বিগত কয়েকদিনের প্রতিবাদের ওপরে ভিত্তি করে তাদেরকে কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।