ব্রেকিংঃ ক্ষমতা থাকলে আমায় ছুঁয়ে দেখান! হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
আরজি করে চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ ভাষণও দিয়েছেন তিনি।
নিজস্ব সংবাদদাতাঃআরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। আরজি করে চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ ভাষণও দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বাংলায় ইঁদুর কামড়ালেও টিম পাঠাচ্ছে বিজেপি। ৯ জন রাজ্যপাল বদল হল আমাদের হল না। ক্ষমতা থাকলে আমায় ছুঁয়ে দেখান। গেছিল তো আরজি করে প্রমাণ লোপাট করতে। ভুল করে চারতলার বদলে তিনতলায় চলে গিয়েছিলেন।”