রেলের ভাড়া বিমান ভাড়ার থেকেও বেশি! ট্যুইটারে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

রেল ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কখনও কখনও রেলে যাত্রীদের ভাড়া বিমান ভাড়ার থেকে বেশি হয়ে যাচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
 mamata edit .jpg

নিজস্ব সংবাদদাতা:  রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে তিনি টুইট করে বলেন, রেলের ভাড়া অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। রেলের ভাড়া বিমানের ভাড়ার থেকে বেশি বলেও তিনি অভিযোগ করেন। 

রবিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রেল যাত্রীদের ভাড়া অত্যধিক হারে বৃদ্ধি পাচ্ছে। কখনও কখনও সেই ভাড়া বিমান ভাড়াকে অতিক্রম করে যাচ্ছে। এভাবে ভাড়া বৃদ্ধি পেলে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ কোথায় যাবেন?' পাশাপাশি তিনি ট্যুইটারে লেখেন, 'ভাড়া বৃদ্ধি রোধ ও কমাতে হবে!  নিরাপত্তা এবং নিরাপত্তা বিষয়ক দিকে  মনোযোগ দিতে হবে রেল মন্ত্রককে।' তিনি জানিয়েছেন, 'রেলমন্ত্রী থাকাকালীন আমি অ্যান্টি-কলিশন ডিভাইস এবং অন্যান্য দুর্ঘটনা বিরোধী ব্যবস্থা চালু করেছিলাম! ক্রমবর্ধমান ট্রেন দুর্ঘটনা এড়াতে কেন এগুলো ব্যবহার করা হচ্ছে না, অথচ জনবিরোধী ভাড়ার শাসন নিয়ন্ত্রণহীন চলছে?'