BREAKING : 'কিছু পুলিশ রাজ্যকে ভালোবাসে না' : রাজ্য পুলিশের উপর ক্ষোভ প্রকাশ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বাহিনীর দুর্নীতির বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন, এবং অবিলম্বে পদক্ষেপ নিতে সিআইডি পুনর্গঠন এবং পুলিশ সংস্কারের গুরুত্ব তুলে ধরেছেন।

author-image
Debapriya Sarkar
New Update
mamata ght.jpg

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নীচুতলার কিছু পুলিশ কর্মী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে টাকা খাচ্ছে।” তিনি বলেন, ‘‘রাজনৈতিক নেতাদের নামে সবসময় বদনাম হয়, কিন্তু কিছু পুলিশ কর্মী জনগণের টাকা খাওয়ার কোনও সংকোচ করেন না। নদী, বালি, কয়লা, সিমেন্ট চুরি সহ বিভিন্ন অপরাধে তাঁদের সম্পৃক্ততা রয়েছে।” তবে তিনি সাফ জানিয়েছেন, তিনি সকল পুলিশ কর্মীদের বিরুদ্ধে নয়, একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন।

police kol l

এছাড়া, পুলিশের সংস্কারের পক্ষেও সওয়াল করেছেন মমতা। তিনি বলেন, “এটা একটা গুরুতর বিষয়, রাজীবের ঘটনার মতো অভিযোগ হলে দ্রুত অ্যাকশন নিতে হবে। রাজ্য পুলিশে সংস্কার প্রয়োজন।” পুলিশে অনৈতিকতার বিরুদ্ধে তিনি একাধিকবার কড়া অবস্থান নিয়েছেন এবং সিআইডি-র রিসাফেল করার কথাও জানিয়েছেন। মমতা বলেন, “আমি সিআইডি রিসাফেল করব, এবং যদি কোনো অভিযোগ সত্যি হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Mamata

এদিকে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীরা রাজ্য পুলিশকে ‘দলদাস’ বলে সমালোচনা করছে। তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা সৃষ্টির জন্য বিরোধীরা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলছে। মমতার এ মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।