নিজস্ব সংবাদদাতা : ICSE এবং ISC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রবিবার। সেরাদের মধ্যে রয়েছে বাংলার পড়ুয়ারাও। সোমবার সকল সফল পরীক্ষার্থীকে ট্যুইট মারফত অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি লেখেন, ''কলকাতা ও বাংলা এবং সারাদেশের ICSE এবং ISC টপার এবং সফল পরীক্ষার্থীদের অভিনন্দন। তোমরা বিস্ময়করভাবে পারফর্ম করেছো, আমাদের গর্বিত করেছো, করে দেখিয়েছো যে প্রতিভার দ্বারা কী অর্জন করা যায়। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা রাজ্য ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাও! বাংলার সফল পরীক্ষার্থীদের পাশাপাশি, আমি সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।''