শিল্পীর প্রয়াণে সমবেদনা মুখ্যমন্ত্রীর

না ফেরার দেশে মহীনের ঘোড়াগুলির তাপস দাস। শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১৩

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। এরপর বেলা বাড়তেই এল দুঃসংবাদ। প্রয়াত জনপ্রিয়  রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির শেষ সদস্য তাপস দাস। যদিও তিনি অধিক পরিচিত ছিলেন বাপিদা হিসেবে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চলছিল চিকিৎসা। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া শেষ হল তার। না ফেরার দেশে সকলের প্রিয় বাপিদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। খবরটি জানার পর থেকেই শোকের ছায়া সঙ্গীত মহলে। শোকস্তব্ধ সঙ্গীত শিল্পীরা।  শিল্পীর প্রয়াণে তার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি জানান, কয়েক মাস ধরে এসএসকেএম হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করে রাজ্য সরকার।